ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউডের নতুন বন্ধু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
বলিউডের নতুন বন্ধু সঞ্জয় দত্ত ও ফারহান আখতার (ছবি: সংগৃহীত)

সখ্যতা গড়ে উঠেছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও ফারহান আখতারের মধ্যে। সম্প্রতি মুম্বাইয়ের এইচটি ক্যাফেতে গিয়েছিলেন এই দুই তারকা। যেখানে বসে একসঙ্গে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলেন তারা। এরপর থেকেই তাদের বন্ধুত্ব নিয়ে শুরু হয় নানা গুঞ্জন।   

এ প্রসঙ্গে ফারহানের একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ‘তাদের কখনও বন্ধু বলা যেতে পারে না। এর প্রথম কারণ হলো, সঞ্জয় ফারহানের থেকে অনেক জ্যেষ্ঠ।

ওই সূত্র আরও বলেন, “ক্যাফেতে বসে জীবনের নানা রকম অভিজ্ঞতা ও চলচ্চিত্র জগতের অনেক কথা একে অপরের সঙ্গে শেয়ার করেছেন তারা। এছাড়া ‘মুন্নাভাই’খ্যাত তারকা তার জেলে থাকাকালীন সময়ের কথাও শেয়ার করেছেন ফারহানের সঙ্গে। ”
    
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।