ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইমানের সুস্থতায় হাত বাড়ালেন হৃতিকের মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ইমানের সুস্থতায় হাত বাড়ালেন হৃতিকের মা মা পিংকি রোশনের সঙ্গে হৃতিক রোশন ও ইমান আহমেদ আবদুলাতি

সালমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে ক’দিন আগে খবরের শিরোনামে এসেছিলেন বিশ্বের সবচেয়ে মোটা নারী ইমান আহমেদ আবদুলাতি (৫০০ কেজি)। এবার আরও একবার খবরের শিরোনামে উঠে এলো তার নাম।

১১ ফেব্রুয়ারি অস্ত্রোপচারের জন্য মুম্বাইয়ের সাইফি হাসপাতালে ভর্তি হয়েছেন ইমান। যার জন্য প্রয়োজন এক কোটি রুপি।

কিন্তু সবে মাত্র ৩৫ লাখ রুপি যোগাড় করা সম্ভব হয়েছে। আর এ কথা জানার পর বলিউড সুপারস্টার হৃতিক রোশনের মা পিংকি রোশন তার অস্ত্রোপচারের জন্য ১০ লাখ রুপি অনুদান দিয়েছেন। এছাড়া যদি হাসপাতাল কতৃপক্ষ অনুমতি দেয় তাহলে খুব শিগগিরই মিশরিয়ান এই নারীর সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক ভারতীয় প্রতিবেদনে দেওয়া সাক্ষাৎকারে পিংকির স্বামী এবং হৃতিকের বাবা প্রযোজক রাকেশ রোশন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমার স্ত্রী ইমানের অস্ত্রোপচারের জন্য ১০ লাখ রুপি অনুদান দিয়েছেন। ’  

‘কাবিল’খ্যাত এই প্রযোজক আরও জানান, ‘আমি যখন পত্রিকায় ইমানকে নিয়ে লেখা প্রতিবেদনগুলো পড়েছিলাম খুব খারাপ লেগেছিলো। তখন মনে হলো, তার পাশে আমাদের দাঁড়ানো উচিত। এরপর থেকে তার সবকিছুর খোঁজ খবর রাখি। এছাড়া তাকে এই সামান্য সহযোগীতা করতে পেরে ভালো লাগছে। প্রর্থনা করি তিনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ’

হৃতিক ইমানের সঙ্গে দেখা করতে যাবেন কি-না? এমন প্রশ্নের জবাবে রাকেশ জানান, ‘তিনি এখন ভারতে নেই। তাই এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না। ’

শুধু তারকারাই নন ইমানকে সহযোগীতা করার জন্য সাধারণ জনগণও হাত বাড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে সনি এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ৫০ হাজার রুপি অনুদান দিয়েছেন বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বিএসকে

** সবচেয়ে মোটা নারীর ইচ্ছা পূরণ করবেন সালমান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।