ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বামীর জন্মদিনে প্রাক্তন প্রেমিকাকে নিমন্ত্রণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
স্বামীর জন্মদিনে প্রাক্তন প্রেমিকাকে নিমন্ত্রণ স্বামী শহিদ কাপুরের সঙ্গে মীরা রাজপুত ও সোনাক্ষী সিনহা (ছবি: সংগৃহীত)

স্বামীর প্রাক্তন প্রেমিকাদের নিয়ে মোটেও মাথাব্যাথা নেই শহিদ কাপুরের স্ত্রী মিরা রাজপুতের। এ কারণে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুর খানের সঙ্গে অভিনয় করতে হবে জেনেও কোনো আপত্তি জানাননি মিরা। বরং সেসময় বলিউডের এই অভিনেতাকে উৎসাহ দিয়েছিলেন তিনি।

আগামী ২৫ ফেব্রুয়ারি ৩৬তম জন্মদিনের কেক কাটবেন শহিদ। এজন্য জন্মদিন-পূর্ব একটি পার্টির আয়োজন করেছেন মিরা।

যেখানে ঘটিয়েছেন অদ্ভুত এক কাণ্ড। স্বামীর প্রাক্তন প্রেমিকা সোনাক্ষী সিনহাকে নিমন্ত্রণ করেছেন তিনি।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘আর রাজকুমার’ ছবিতে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন শহিদ-সোনাক্ষী। পরবর্তীতে ছবি মুক্তির এক মাস পর তাদের সম্পর্কের পাট চুকে যায়। তবে এ কথা কখনও স্বীকার করে নেননি তারা। বরং বলেছিলেন, শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু তারা।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।