ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবুর কণ্ঠে নতুন গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বাবুর কণ্ঠে নতুন গান (ভিডিও) ফজলুর রহমান বাবু (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু আবার গান গেয়েছেন। দীর্ঘদিন পর চলচ্চিত্রের জন্য গাইলেন তিনি।   

‘আমার মাথায় যতো চুল
তার চেয়ে বেশি হইলো ভুল
সামনে নদী ডাইনে বায়ে দুইপাশে দুই কুল
আমি কোন কুলেতে পারি দেবো কোনটা আমার কুল’—
এমন কথার গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। এতে সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা।

গাওয়ার পাশাপাশি পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন বাবু। এটি থাকছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে।

২০ ফেব্রুয়ারি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘আমার মাথায় যতো চুল’ গানটি। ছবিটিতে অভিনয় করেছেন জলি, শাহরিয়াজ, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ প্রমুখ। অচিরেই মুক্তি পাবে ছবিটি।   

* বাবুর গাওয়া ‘আমার মাথায় যতো চুল’: 

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।