ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘শাবনূরকে অনেক দিন পর দেখলাম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
‘শাবনূরকে অনেক দিন পর দেখলাম’ শাবনূর ও ওমর সানি (ছবি: সংগৃহীত)

‘মধুর মিলন’, ‘অধিকার চাই    ’, ‘রঙিন নয়ন মনি’— এমন কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন ওমর সানি ও শাবনূর। জুটি হিসেবে জনপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা থাকলেও সে পথে হাঁটেননি তারা। ক্যারিয়ারের শুরু থেকেই সানি ও শাবনূরের মধ্যে সুসম্পর্ক।    

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন সানি। স্বামীকে প্রচারকাজে সহযোগিতা করছেন মৌসুমী।

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন শাবনূর। সানি-মৌসুমী দম্পতি গিয়েছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য।

সানি বলেছেন, ‘শাবনূরকে অনেকদিন পর দেখলাম। অনেক কথা হলো। পাশে ছিলেন অমিত হাসান ও তার স্ত্রী লাবনী। মৌসুমীর জন্য অপেক্ষা করছিলাম। মৌসুমী এলেন, অনেক শ্রদ্ধা নিয়ে মৌসুমীকে জড়িয়ে ধরলেন শাবনূর। ’

ছবি: সংগৃহীতওমর সানি জানান,  গুণী অভিনেত্রী রোজিনার কারণে একই সময়ের চার নায়ক-নায়িকার সাক্ষাৎ হলো। সম্প্রতি তারই বাসায় আড্ডা দিয়েছেন ওমর সানি, মৌসুমী, শাবনূর ও অমিত হাসান।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।