ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আমি মুখ খুললে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
‘আমি মুখ খুললে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতো’ হৃতিক রোশন ও কঙ্গনা রনৌত (ছবি: সংগৃহীত)

‘সিলি এক্স’ অর্থাৎ ‘হীনমন্য প্রেমিক’ এই একটি কথার কারণেই গত বছরের মাঝামাঝিতে দ্বন্দ্ব বেঁধেছিলো হৃতিক রোশন ও কঙ্গনা রনৌতের মধ্যে। এরপর তাদের কতো গোপন রহস্যই না ফাঁস হয়েছিলো তা নতুন করে বলার কিছু নেই।

এখানেই শেষ নয়, আইন পর্যন্ত গড়িয়েছিলো সে ঝামেলা। যেখানে হৃতিককে জনসম্মুখে ক্ষমা চাইতে বলে নোটিশ পাঠিয়েছিলেন কঙ্গনা।

তবে এসব নিয়ে এখন কোনো মাথাব্যাথা নেই কঙ্গনার। বরং এগুলোকে এখন ধূলো ময়লার মতো মনে করেন বলে জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

হৃতিকের সঙ্গে তার ঝামেলা মিটে গেছে কি-না এমন প্রশ্নের জবাবে ‘কুইন’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘এগুলো আমার কাছে এখন অতীত। কিন্তু সে সময় যদি আমি মুখ খুলতাম তাহলে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতো। তবে এমনটি করা কোনো বুদ্ধিমানের কাজ হতো না। এছাড়া এসব আমার কাছে এখন ধূলো ময়লার মতো। ’

গত বছরের মাঝামাঝি সময়ে এক সাক্ষাৎকারে হৃতিককে ‘সিলি এক্স’ অর্থাৎ ‘হীনমন্য প্রেমিক’ বলে সম্বোধন করেছিলেন বলিউডের এই অভিনেত্রী। তার পাল্টা জবাবে হৃতিক বলেছিলেন, ‘প্রয়োজনে পোপের সঙ্গে প্রেম করবেন, তবু বলিউডের কোনো অভিনেত্রীর সঙ্গে নয়। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বিএসকে

** হৃতিক-কঙ্গনার প্রেম, বাগদান, বিয়ে, বিচ্ছেদ
** হৃতিক-কঙ্গনার অন্তরঙ্গ ছবি ফাঁস!
** কঙ্গনার গোপন ছবি ছড়িয়ে বেড়াচ্ছেন হৃতিক!
** কঙ্গনার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন হৃতিক
** হৃতিককে পাঠানো কঙ্গনার ই-মেইল ফাঁস!
** হৃতিককে সহজে ছাড়ছেন না কঙ্গনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।