ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সঞ্জয়রূপী রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
সঞ্জয়রূপী রণবীর রণবীর কাপুর ও সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্তের জীবনী নিয়ে ছবি নির্মাণ করছেন পরিচালক রাজকুমার হিরানী। যাতে সঞ্জয়ের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর কাপুরকে। জানুয়ারিতে ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। কিন্তু সে চরিত্রটিতে রণবীরকে কেমন দেখাবে তা নিয়ে কৌতুহলের শেষ ছিলো না দর্শকদের।

অবশেষে, সব কৌতুহলের অবসান ঘটিয়ে সকলের সামনে এসেছেন সঞ্জয়রূপী রণবীর।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ‘আজব প্রেম কি গজব কাহিনী’খ্যাত এই অভিনেতার বেশ কয়েকটি স্থিরচিত্র ফাঁস হয়েছে।

যেখানে দেখা যাচ্ছে, লম্বা চুল রেখেছেন রণবীর। ৯০ দশকে ঠিক যেমনটি রেখেছিলেন সঞ্জয়।

ছবিতে রণবীরকে সঞ্জয় দত্তের জীবনের তিন পর্যায়ের চরিত্রে দেখা যাবে। তাই তার মতো শারীরিক গঠন তৈরি করতে ১৩ কেজি ওজন বাড়িয়েছেন বলিউডের এই অভিনেতা।

এখানেই শেষ নয়, ছবিতে নিজের চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য ২৫০ ঘণ্টা সঞ্জয়ের বিভিন্ন ভিডিও দেখেছেন ‘তামাশা’খ্যাত এই তারকা। যাতে সঞ্জয় দত্তের সিনেমা, টেলিভিশন শো ও জনসম্মুখে তার উপস্থিতির ফুটেজ রয়েছে।

রণবীর কাপুর ছাড়াও ছবিতে আরও রয়েছেন আনুশকা শর্মা, সোনম কাপুর, মনীষা কৈরালা ও পরেশ রাওয়াল। আগামী ডিসেম্বরে ক্রিসমাস উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।