ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সন্তানদের নিয়ে পোকামাকড় খাচ্ছেন জোলি (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
সন্তানদের নিয়ে পোকামাকড় খাচ্ছেন জোলি (ভিডিও) সন্তানদের নিয়ে পোকামাকড় খাচ্ছেন জোলি

নতুন ছবির প্রচারণার কাজ নিয়ে কলম্বিয়ায় ব্যস্ত সময় পার করছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এখানে তার সঙ্গী হয়েছে সন্তানেরা। ওরা হলো— ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, ভিভিয়েন ও নক্স।

চমকপ্রদ ব্যাপার হলো, ছবি প্রচারণার মাঝে ছয় সন্তানকে নিয়ে প্রথমবার পোকামাকড় রান্না করেছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। এর একটি ভিডিও টুইটারে প্রকাশ হয়েছে।

যেখানে দেখা যাচ্ছে, সন্তানদের মাকড়সা কাটা শিখাচ্ছেন জোলি। এখানেই শেষ নয়, বিচ্ছু ও ঝিঝি পোকাও রান্না করে খেয়েছেন তারা।

এ প্রসঙ্গে বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে ‘মেলাফিসেন্ট’খ্যাত তারকা জোলি বলেন, ‘আমার মনে হয়, এসব খাবার সবসময় ডায়েটের তালিকায় থাকা উচিত’।

ওই সাক্ষাৎকারে জোলি আরও জানান, কলম্বিয়ায় প্রথমবার ঘুরতে গিয়ে ঝি ঝি পোকা খেয়েছিলেন তিনি।

** সন্তানদের নিয়ে জোলির পোকামাকড় রান্না করে খাওয়ার ভিডিও

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।