ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোহেল রানার জন্মদিনে তারার মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
সোহেল রানার জন্মদিনে তারার মেলা (বাঁ থেকে) জায়েদ খান, সোহেল রানা, ফারুক ও মিশা সওদাগর (ছবি: সংগৃহীত)

পুরনো ও নতুন প্রজন্মের অনেক তারকার উপস্থিতিতে পালিত হলো বিশিষ্ট অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার জন্মদিন। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার উত্তরার বাসায় হাজির হয়েছিলেন তারকারা। 

ক’দিন আগে অসুস্থতা কাটিয়ে উঠেন বিশিষ্ট এই অভিনেতা। এখন বাসায় শুয়ে-বসে কাটছে সময়।

জন্মদিন উপলক্ষে প্রতিবারের মতো শোবিজ অঙ্গনের শিল্পীরা এসেছিলেন তার বাসায়। ফুলেল শুভেচ্ছা আর কেক কেটে আনন্দঘন সময় কাটিয়েছেন সোহেল রানা।  

সোহেল রানার বাসায় তারকারা (ছবি: সংগৃহীত)নায়ককে শুভেচ্ছা জানাতে ছুটে গিয়েছিলেন অভিনেতা ফারুক, ইলিয়াস কাঞ্চন, রুবেল, রোজিনা, চম্পা, আমিন খান, পূর্ণিমা, মিশা সওদাগর, মুশফিকুর রহমান গুলজার, বাপ্পারাজ, পপি, রিয়াজ, এস আই টুটুল, তানিয়া আহমেদ, জায়েদ খান, ইমন, সাইমন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসও     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।