ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আহারে ‘ডুব’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আহারে ‘ডুব’! ‘ডুব’ ছবির প্রথম পোস্টার

আলোচনা-সমালোচনা তুঙ্গে, কেউ বলছেন জটিলতা কেটে যাবে, কেউ বলছেন ‘সহজ নয়’— এমন সময় হাতে আঁকা একটি পোস্টার, দুটি পংক্তি দৃষ্টি কেড়েছে। কী সেই পংক্তি?

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘ডুব’-এর প্রথম পোস্টার উন্মোচন করা হয়েছে। এর ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘বুকের ভেতর বয়ে চলে পাহাড় নামের নদী/আহারে জীবন, আহা জীবন!’ বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে অনলাইনে প্রকাশ হওয়ার পর থেকে এটি এসেছে আলোচনায়।

‘ডুব’-এর কেন্দ্রীয় চরিত্র ভারতীয় অভিনেতা ইরফান খানকে ঘিরেই তৈরি করা হয়েছে পোস্টারটি।

মুক্তি জটিলতায় আটকে যাওয়া ‘ডুব’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ভারতের এসকে মুভিজ ও ইরফান খান। ইরফান খানের পাশাপাশি এতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র প্রমুখ। আগামী পহেলা বৈশাখে ‘ডুব’-এর আন্তর্জাতিক মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।