ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়াকে ফেসবুক টুইটারে আসতে বারণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
ঐশ্বরিয়াকে ফেসবুক টুইটারে আসতে বারণ ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবসময় সরব থাকেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। যেখানে নিজের ব্যক্তি ও পেশাগত জীবনের সব আপডেট ভক্তদের সঙ্গে নিয়মিত শেয়ার করেন তিনি। কিন্তু সেই তিনিই কি-না তার স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসতে বারণ করেছেন!

প্রাক্তন এই বিশ্বসুন্দরী স্বামীর কাছে ফেসবুক ও টুইটারে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর অভিষেক তাকে সাফ বারণ করে দিয়েছেন।

সূত্র বলছে, বেশ কয়েকবার টুইটার, ফেসবুকে নিন্দা, সমালোচনা ও মজার পাত্র হয়েছেন ‘ধুম’খ্যাত এই তারকা এবং অত্যন্ত সর্তকতার সঙ্গে তার সমাধান করেছিলেন। তাই স্ত্রীর ক্ষেত্রে এমনটা হোক তা মোটেও চান না বচ্চনপুত্র।

শুধু ঐশ্বরিয়া নন। বলিউডের অনেক তারকাই এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় নন। তাদের মধ্যে রয়েছেন কঙ্গনা রনৌত, সাইফ আলি খান, কারিনা কাপুর খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।