ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নারী কর্মীদের জন্য শাহরুখের লাল গোলাপ, লকেট ও ব্যাগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
নারী কর্মীদের জন্য শাহরুখের লাল গোলাপ, লকেট ও ব্যাগ শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

রূপালি পর্দায় প্রেমিকের অভিনয়ে শাহরুখ খান অদ্বিতীয়, এ কথা স্বীকার করতেই হবে। একইভাবে বাস্তব জীবনেও ভালোবাসার বার্তাবাহক হিসেবে প্রমাণ দিয়েছেন বলিউডের এই সুপারস্টার।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনটির জন্য বিশেষ কিছু আয়োজন করে থাকেন সকলেই।

ঠিক যেমনটি করেছিলেন কিং খান। এ দিনে নারী কর্মীদের মধ্যে নানা রকমের উপহার বিরতণ করেছিলেন তিনি।

এ প্রসঙ্গে শাহরুখের একটি ঘনিষ্ঠসূত্র বলছে, ‘ভালোবাসা দিবসে নারী কর্মীদের জন্য বিশেষ কিছু আয়োজন করার পরিকল্পনা করেছিলেন ৫১ বছর বয়সী এই অভিনেতা। সেজন্য প্রথমে প্রত্যেকের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এরপর প্রতিটি নারী স্টাফকে লাল গোলাপ, ব্যাগ ও মোবাইল ফোন উপহার দেন। এখানেই শেয় নয়, এদের মধ্যে আবার অনেকেই স্বর্ণের লকেটও উপহার পেয়েছেন। ’

ওই সূত্র আরও জানায়, “শাহরুখ খান সবসময় তার কর্মীদের জন্য বিশেষ কিছু করতে পছন্দ করেন। এ ছাড়া ২০০৩ সালে যখন তার ‘চলতে চলতে’ ছবিটি হিট হয়েছিলো, সেসময় সবাইকে এক মাসের বেতনের সমান বোনাস দেওয়া হয়েছিলো। ”   

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।