ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রানী এলিজাবেথের সঙ্গে দেখা হবে না অমিতাভের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
রানী এলিজাবেথের সঙ্গে দেখা হবে না অমিতাভের অমিতাভ বচ্চন ও রানী দ্বিতীয় এলিজাবেথ (ছবি: সংগৃহীত)

এ মাসের শেষে বার্কিংহাম প্যালেসে যুক্তরাজ্য-ভারত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হবে। যেখানে উপস্থিত থাকবেন দুই দেশের গণ্যমান্য ব্যক্তিরা। এ উপলক্ষ্যে অমিতাভ বচ্চনকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ ও এডিনবরার ডিউক প্রিন্স ফিলিপ।

কিন্তু ব্যস্ত শিডিউল থাকার কারণে সেখানে উপস্থিত হতে পারবেন না বিগ বি। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

বিষয়টি নিশ্চিত করে অমিতাভের মুখপাত্র সংবাদমাধ্যমে বলেছেন, ‘কিংবদন্তি এই অভিনেতা রানী এলিজাবেথ ও বার্কিংহাম প্যালেস থেকে যুক্তরাজ্য-ভারত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। দুর্ভাগ্যবশত অনেক গুরুত্বপূর্ণ অঙ্গীকার থাকায় ৭৪ বছর বয়সী এই অভিনেতা সেখানে যোগ দিতে পারছেন না। ’

অন্যদিকে, আমন্ত্রণ পেয়ে সম্মানিত বোধ করেছেন ‘কাভি খুশি কাভি গাম’খ্যাত এই তারকা। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশও করেছেন তিনি।

শিগগিরই অমিতাভ বচ্চনকে দেখা যাবে রামগোপাল ভার্মা পরিচালিত ‘সরকার-থ্রি’ ছবিতে। এতে তার সঙ্গে আরও অভিনয় করছেন ইয়ামি গৌতম, রোনিত রয়, মনোজ বাজপেয়ি, অমিত সাধ প্রমুখ। এ ছাড়া ‘আঁখে টু’, ‘থাগস অব হিন্দুস্তান’ ও ‘ড্রাগন’ ছবির কাজও রয়েছে তার হাতে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।