ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার অস্কারে প্রিয়াঙ্কা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আবার অস্কারে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: সংগৃহীত)

দ্বিতীয়বারের মতো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন অভিনেতা জিমি কিমেলের উপস্থাপনায় ২৬ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ২৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৮৯তম অস্কারের জাঁকালো আসর।

এদিকে, বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ‘রোলিং স্টোন’-এর মূল গায়ক মাইক জ্যাকারের সঙ্গে তোলা একটি সেলফি টুইটারে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অস্কার, আমরা এসে পড়েছি।

আমেরিকান টেলিভিশন শো ‘কুয়ান্টিকো’র মাধ্যমে অভিনয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন প্রিয়াঙ্কা। এ সিরিজে এফবিআই শিক্ষানবীশ অ্যালেক্স পারিশ চরিত্রে অভিনয়ের সুবাদে প্রথম দক্ষিণ এশীয় অভিনেত্রী হিসেবে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন ৩৩ বছর বয়সী এই তারকা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।