ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হকি শিখছেন অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
হকি শিখছেন অক্ষয় অক্ষয় কুমার (ছবি: সংগৃহীত)

ক্যারিয়ারের সফলতার দিক থেকে বলিউডের তিন খানের পরই রয়েছেন অক্ষয় কুমার। প্রথম সারির তারকাদের মধ্যে বছরে তারই একাধিক ছবি মুক্তি পায়। বেশি কাজ করেন বলে যে, পর্দায় ঠিকভাবে চরিত্র ফুটিয়ে তোলেন না, এমন নয়।

অক্ষয়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘জলি এলএলবি টু’-এর মধ্য দিয়ে চতুর্থবার শত কোটির ক্লাবে পৌঁছেছে। এ ছাড়া এ বছর তাকে দেখা যাবে ‘০.২’, ‘টয়লেট’ ও ‘নাম শাবানা’ ছবিতে।

অন্যদিকে ২০১৮ সালের জন্য নিজেকে প্রস্তুত করছেন ‘খিলাড়ি’খ্যাত এই তারকা। আগামী বছর ‘গোল্ড’ নামে একটি ছবি করছেন। এতে বলবীর সিং চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে।

বলবীর সিং ছিলেন ভারতীয় হকি দলের কোচ। এ জন্য হকি শিখছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। ছবিতে অক্ষয়ের সঙ্গে আরও দেখা যাবে সানি কুশলকে। শোনা যাচ্ছে, তিনিও তার সঙ্গে হকি খেলার প্রশিক্ষণ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।