ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিদ্যার ডাকে পুলিশের সাড়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
বিদ্যার ডাকে পুলিশের সাড়া বিদ্যা বালান (ছবি: সংগৃহীত)

‘কিছুদিন ধরে বান্দ্রা ফ্লাইওভারের ওপর একটি অকেঁজো গাড়ি দাঁড়িয়ে আছে। দয়া করে বিষয়টিতে নজর দিন মুম্বাই পুলিশ।’ ১২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গাড়ির স্থিরচিত্র শেয়ার করে এর ক্যাপশনে এমনটাই লিখেছিলেন বিদ্যা বালান।

টুইটারে বিদ্যার শেয়ার করা ছবিটিএর জবাবে মুম্বাই পুলিশ জানান, ‘শুভসন্ধ্যা বিদ্যা ম্যাডাম। ট্রাফিক ডিভিশনকে আমরা বিষয়টি জানিয়েছি।

যতো দ্রুত সম্ভব সেখান থেকে গাড়িটি সরিয়ে নেওয়া হবে। ’  

বলিউডের এই অভিনেত্রীর টুইটের নয়দিন পর মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মুম্বাই পুলিশ গাড়িটি সেখান থেকে সরিয়ে নেন।

এ কারণে মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ‘কাহানী’খ্যাত এই তারকা।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।