ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একঝলকে অস্কার বিজয়ীদের তালিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
একঝলকে অস্কার বিজয়ীদের তালিকা অস্কার হাতে মাহারশালা আলি (সেরা পার্শ্ব-অভিনেতা), এমা স্টোন (সেরা অভিনেত্রী), ভায়োলা ডেভিস (সেরা পার্শ্ব-অভিনেত্রী) ও ক্যাসি অ্যাফ্লেক (সেরা অভিনেতা)

যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয় ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। বিজয়ীদের নাম ও পুরস্কার প্রদানের জমকালো আয়োজনটি উপস্থাপনা করেছেন জিমি কিমেল।

প্রতি বছরের মতো এবারও ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে।  একঝলকে দেখে নিন এবারের অস্কারের বিজয়ী তালিকা—

সেরা ছবি: ‘মুনলাইট’
সেরা অভিনেত্রী: এমা স্টোন (লা লা ল্যান্ড)
সেরা অভিনেতা: ক্যাসি অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি)
সেরা পার্শ্ব-অভিনেত্রী: ভায়োলা ডেভিস (ফেন্সেস)
সেরা পার্শ্ব-অভিনেতা: মাহারশালা আলি (মুনলাইট)
চলচ্চিত্র পরিচালক: ড্যামিয়েন শেজেল (লা লা ল্যান্ড)
চিত্রনাট্য (মৌলিক): ম্যানচেস্টার বাই দ্য সি (কেনেথ লনারগ্যান)
চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): মুনলাইট (ব্যারি জেনকিন্স ও অ্যালভিন ম্যাকক্রেনি)
বিদেশি ভাষার চলচ্চিত্র: দ্য সেলসম্যান (ইরান)
অ্যানিমেটেড ছবি: জুটোপিয়া (বাইরন হাওয়ার্ড, রিচ মুর ও ক্লার্ক স্পেন্সার)
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: পাইপার (অ্যালান ব্যারিলারো ও মার্ক সন্ডহাইমার)
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: সিং (ক্রিস্টফ ডিয়াক ও আনা উডভার্ডি)
প্রামাণ্যচিত্র: ওজে: মেড ইন আমেরিকা (ইজরা ইডেলম্যান ও ক্যারোলিন ওয়াটারলো)
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য হোয়াইট হেলমেটস (অরল্যান্ডো ভন আইনসিডেল ও জোয়ানা নাতাসেগারা)
চিত্রগ্রহণ: লাইনাস স্যান্ডগ্রেন (লা লা ল্যান্ড )
ভিজ্যুয়াল ইফেক্টস: ‘দি জঙ্গল বুক’ (রবার্ট লেগাটো, অ্যাডাম ভালদেজ, অ্যান্ড্রু আর. জোন্স, ড্যান লেমন)
মৌলিক সুর সংযোজন: জাস্টিন হারউইৎজ (লা লা ল্যান্ড)
মৌলিক গান: সিটি অব স্টারস (লা লা ল্যান্ড-এর জাস্টিন হারউইৎজ, বেঞ্জ পাসেক ও জাস্টিন পল)
সম্পাদনা:  জন গিলবার্ট (হ্যাকসো রিজ)
শিল্প নির্দেশনা: ডেভিড ওয়াসকো ও স্যান্ডি রিনোল্ডস-ওয়াসকো (লা লা ল্যান্ড)
শব্দ সম্পাদনা: সিলভেইন বেলেমেয়ার (অ্যারাইভাল)
শব্দমিশ্রণ: কেভিন ও’কনেল, অ্যান্ডি রাইট, রবার্ট ম্যাকেঞ্জি, পিটার গ্রেস (হ্যাকসো রিজ)
পোশাক পরিকল্পনা: কলিন অ্যাটউড (ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম)
রূপ ও চুলসজ্জা: আলেসান্ড্রো বার্তোলেজ্জি, জিওর্জিও গ্রেগরিনি, ক্রিস্টোফার নেলসন (সুইসাইড স্কোয়াড)

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।