ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার সাবিনা ইয়াসমিনের গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আবার সাবিনা ইয়াসমিনের গান (ভিডিও) সাবিনা ইয়াসমিন (ছবি: সংগৃহীত)

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন কালেভদ্রে গান করছেন। এরই অংশ হিসেবে প্রকাশ হয়েছে চলচ্চিত্রে গাওয়া তার একটি গান। এর নাম ‘জোছনা দেখি’।

এক সময় চলচ্চিত্রে নিয়মিত গান করেছেন সাবিনা ইয়াসমিন। চলচ্চিত্রে তার গাওয়া জনপ্রিয় গানের সংখ্যাও কম নয়।

কয়েক বছর ধরে বার্ধক্য ও অসুস্থার কারণে তেমনভাবে পাওয়া যায়নি তার কণ্ঠ। সম্প্রতি সাবিনা গেয়েছেন ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির জন্য। এতে তার সহশিল্পী নবাগত নাকিব হৃদ চৌধুরী। কবির বকুলের কথায় এতে সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা।  

সাবিনা-নাকিবের ‘জোছনা দেখি’ গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন জলি ও শাহরিয়াজ। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটি। একই প্রতিষ্ঠানের ব্যানারে অচিরেই মুক্তি পাবে নাদের চৌধুরী পরিচালিত ছবিটি।  

* ‘জোছনা দেখি’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।