ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নারীকেন্দ্রিক ছবি নিয়ে রানীর ফেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
নারীকেন্দ্রিক ছবি নিয়ে রানীর ফেরা রানী মুখার্জি (ছবি: সংগৃহীত)

‘আমি এমন একটি চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছিলাম যাতে চ্যালেঞ্জ আর বৈচিত্র্য থাকবে। নতুন ছবিটি তেমনই’— কাম্যব্যাক ছবি ‘হিচকি’ নিয়ে এমনটাই বলেছেন রানী মুখার্জি। এটি তৈরি হতে যাচ্ছে রানীর চরিত্রকে কেন্দ্র করে। 

রুপালি পর্দায় রানীকে সবশেষ দেখা গেছে তিন বছর আগে ‘মারদানি’ ছবিতে। এটিও ছিলো নারীকেন্দ্রিক।

 

২০১৫ সালে রানীর প্রথম সন্তানের মা হন। মেয়ে আদিরাকে দেখাশোনা ও নিজেকে গুছিয়ে নিতে নতুন ছবির কাজ শুরু করতে বিলম্ব হলো তার।  

রানী ফিরছেন যশরাজ ফিল্মসের ছবি দিয়ে। এটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা। এটি তার তৃতীয় ছবি।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।