ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘রাবন’-এর পর ‘গোলাব জামুন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
‘রাবন’-এর পর ‘গোলাব জামুন’ অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

সাত বছর আগে মনি রত্নম পরিচালিত ‘রাবণ’ ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি। এরপর আর কোন ছবিতে একসঙ্গে দেখা যায়নি এই দম্পতিকে।

শোনা যাচ্ছে, অনুরাগ কাশ্যাপের ‘গোলাব জামুন’ ছবির মধ্য দিয়ে আবার একসঙ্গে রূপালি পর্দায় ফিরছেন অভিষেক-ঐশ্বরিয়া।

এ প্রসঙ্গে অনুরাগের একটি ঘনিষ্ঠ সূত্র বলেন, ‘ইতিমধ্যে ছবির চিত্রনাট্য পড়েছেন এই দম্পতি।

এমনকি তারা সেটি পছন্দ করেছেন। এছাড়া এতে অমিতাভ বচ্চন থাকতে পারেন বলেও জানা গেছে। ’  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।