ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পরম হাজির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
পরম হাজির পরমব্রত চট্টোপাধ্যায়ের সেলফিতে মাজনুন মিজান, অপর্ণা ঘোষ ও কালিকাপ্রসাদ (ছবি: সংগৃহীত)

ঢাকায় পৌঁছেই তুললেন সেলফি, পোস্ট করলেন নিজের ফেসবুক পাতায়। ক্যাপশন দিলেন, ‘ইন ঢাকা এগেইন, ভুবন মাঝি কলিং’। ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের এবারের আগমন মুক্তি প্রতিক্ষীত ছবি ‘ভুবন মাঝি’র প্রমোশন। 

সরকারি অনুদানে তৈরি মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘ভুবন মাঝি’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৩ মার্চ। এ উপলক্ষে বুধবার (১ মার্চ) সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনী হবে।

এতে উপস্থিত থাকছেন পরম।  

‘ভুবন মাঝি’র নির্মাতা ফাখরুল আরেফিন খান বাংলানিউজকে জানান, ১ মার্চ সকাল ১০টার পরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন পরম। তার সঙ্গে এসেছেন ছবিটির সংগীত পরিচালক কালিকাপ্রসাদ।

পরম-কালিকাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ, অভিনেতা মাজনুন মিজান ও ফাখরুল আরেফিন খান। নির্মাতা জানান, বিশেষ প্রদর্শনীর পাশাপাশি ‘ভুবন মাঝি’র আরও কিছু প্রচারকাজে অংশ নেবেন পরমব্রত।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।