ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘কাদের খান সম্পূর্ণ ঠিক আছেন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
‘কাদের খান সম্পূর্ণ ঠিক আছেন’ কাদের খান (ছবি: সংগৃহীত)

বলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদের খানের হাঁটুতে ভুল অস্ত্রোপচার হওয়ায় তাকে কানাডা নিয়ে যাওয়া হয়েছে। সম্প্রতি এমন খবরই প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যমগুলো।

তবে এসব খবরকে মিথ্যা বলে সংগীতশিল্পী ফৌজিয়া আরশি জানান, ‘সব কিছু ঠিক আছে। কাদের খানের হাঁটুতে কোনো ভুল অস্ত্রোপচার হয়নি।

এ ছাড়া গত ৩/৪ মাস ধরেই তিনি কানাডায় রয়েছেন তার বড় ছেলের কাছে। আর সেখানেই তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। ’

‘হোগায়া দিমাগ কা দহি’ ছবিতে ৭৯ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে কাজ করেছিলেন ফৌজিয়া। কাদের খানের পরিবারের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।