ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তানজিন তিশার নতুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
তানজিন তিশার নতুন তানজিন তিশা (ছবি: সংগৃহীত)

নাতনীর পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন নানা। নাতনী  চিৎকার-চেঁচামেচিতে পুরো বাড়ি মাথায় তুলেছে। এদিকে বাড়িতে হুমড়ি খেয়ে পড়েছে আগ্রহী পাত্রেরা। অবসরপ্রাপ্ত কর্ণেল নানা তাদের পরীক্ষার ব্যবস্থা করেছেন। বাধ্য হয়ে পরীক্ষায় অংশ নিতে এলো নাতনীর প্রেমিকও। এরপর কী হলো?

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার নতুন নাটকের গল্পটি এটি। এর নাম ‘জামাই পরীক্ষা’।

এতে নাতনীর চরিত্রে অভিনয় করছেন তিশা। সম্প্রতি গাজীপুরের পুবাইলে শেষ হয়েছে নাটকটির শুটিং।  এতে তিশার নায়ক কল্যাণ কোরাইয়া।  

তানজিন তিশা বললেন, ‘সুন্দর একটি গল্পের নাটকে অভিনয় করেছি। কিছুটা কমিডি থাকলেও অতি ভাঁড়ামি নেই। নাটকটি দেখে দর্শকরা বেশ আনন্দ পাবেন বলে আমার বিশ্বাস। ’

রেজাউর রহমান রিজভীর রচনায় ‘জামাই পরীক্ষা’ পরিচালনা করেছেন এটিএম মাকসুদুল  হক ইমু। এস আর মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি নাটকটি অচিরেই প্রচার হবে বেসরকারি একটি টিভি চ্যানেলে।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।