ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সপ্তাহব্যাপী পথনাটক উৎসব শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
সপ্তাহব্যাপী পথনাটক উৎসব শুরু ছবি: প্রতীকী

প্রতিবছরের মতো এবারও শুরু হচ্ছে বাংলাদেশ পথনাটক উৎসব। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই’। বুধবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে ৭ দিনের এই আয়োজন। এতে অংশ নিচ্ছে ৩০টি নাট্যদল।

উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বাংলাদেশ পথনাটক পরিষদ। আয়োজকরা জানান, বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করবেন উপমহাদেশের পথনাটক আন্দোলনের পথিকৃৎ সফদর হাশমির স্ত্রী নাট্যকার-নির্দেশক মলয়শ্রী হাশমি।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইটিআই-এর বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও অভিনয়শিল্পী ঝুনা চৌধুরী।

এই আযোজনে সভাপতিত্ব করবেন পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। উদ্বোধনের পরই থাকছে নাটকের পরিবেশনা।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।