ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

উলভারিন হতে পারেন শাহরুখ: হিউ জ্যাকম্যান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
উলভারিন হতে পারেন শাহরুখ: হিউ জ্যাকম্যান শাহরুখ খান ও হিউ জ্যাকম্যান (ছবি: সংগৃহীত)

একদিন পরেই মুক্তি পাচ্ছে হিউ জ্যাকম্যানের ‘লোগান’। এর মধ্য দিয়েই শেষ হচ্ছে, তার ‘উলভারিন’ বা ‘এক্স-ম্যান’ সফর। ১৭ বছর ধরে এ ফ্র্যাঞ্চাইজিতে উলভারিন চরিত্রে অভিনয় করছেন হলিউডের এই অভিনেতা। তাই তো এটি যেন এ ফ্র্যাঞ্চাইজির সেরা সিনেমা হয় সে বিষয়ে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না তিনি।

এদিকে জ্যাকম্যানের বিদায়ের পর এ চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। অন্য কাউকে এই চরিত্রে দেখতে তার অনুভূতি কেমন হবে? এমন প্রশ্নের জবাবে ভারতীয় গণমাধ্যকর্মী রাজীব মাসান্দের সঙ্গে এক সাক্ষাৎকারে হিউ জ্যাকম্যান বলেন, ‘আশা করছি, অন্য যে কেউ চরিত্রটিতে অভিনয় করবেন।

তবে শাহরুখ খানও এতে অভিনয় করতে পারেন। ’

তিনি আরও বলেন, “কমিক বইয়ের একটি সুবিধা হলো, এতে অনেক মানুষ একই চরিত্রে অভিনয় করতে পারেন। আমার মনে হয়, এর আরও ছয়টি গল্প রয়েছে। যা নিয়ে ছবি নির্মাণ করা সম্ভব। সেগুলো দেখে আমার অনুভূতি ভালো হবে আমি এটাই চাই। কিন্তু আমার চেয়ে অনেক ভালো হোক তা নয়। একটু ভালো হলে সমস্যা নেই। কিন্তু যদি এমন হয় সবাই বলছে, ‘ওহ! অনেক চমৎকার হয়েছে!’ তাহলে আমার মানতে কষ্ট হবে। ”

হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যানের সঙ্গে নাচছেন বিদ্যা বালান ও শাহরুখ খান২০১১ সালে ভারতে এসেছিলেন হিউ জ্যাকম্যান। তখন অনেকের সঙ্গে শাহরুখ খানও তার আতিথেয়তার দায়িত্ব পালন করেছিলেন। এমনকি একসঙ্গে নেচে ছিলেন তারা।  তাদের সঙ্গে আরও ছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।