ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুস্মিতার জন্য ঘর ভাঙলো তার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মে ১, ২০১৭
সুস্মিতার জন্য ঘর ভাঙলো তার সুস্মিতা সেন ও বিক্রম ভাট (ছবি: সংগৃহীত)

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের কারণেই না-কি সংসার ভেঙেছিলো বলিউড নির্মাতা বিক্রম ভাটের। সম্প্রতি এমনটা নিজের মুখেই স্বীকার করেছেন বিক্রম।

এ প্রসঙ্গে বিক্রম ভাট বলেন, ‘সুস্মিতার কারণে আমার সংসার ভেঙেছিলো। তার সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে প্রতারণা করেছিলাম স্ত্রীর সঙ্গে।

শুধু তাই নয় সন্তানকেও অবহেলা করেছি। কিন্তু যে সম্পর্কের জন্য ব্যক্তিগত জীবনকে তছনছ করেছিলাম সে সম্পর্ক টেকেনি। কারণ এক সময় সুস্মিতার প্রাক্তন প্রেমিক হয়ে যাই। ’

তিনি আরও বলেন, ‘সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যার ইচ্ছেও জেগেছিলো। তবে তার জন্য নয়, পরিবারকে ছোট করা, বাচ্চাকে অবহেলা করা এসব কথা মনে করে নিজের জীবনের দিকে তাকিয়ে, আত্মদংশনে এমন অনুভূতি হয়েছিলো। ’

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মে ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।