ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে পাকিস্তানে জ্বলবে না সালমানের ‘টিউবলাইট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মে ১, ২০১৭
ঈদে পাকিস্তানে জ্বলবে না সালমানের ‘টিউবলাইট’ সালমান খান (ছবি: সংগৃহীত)

আসন্ন ঈদ-উল-ফিতরে মুক্তি পাবে সালমান খান অভিনীত ‘টিউবলাইট’। তবে খারাপ খবর হলো, এবার ঈদে পাকিস্তানে মুক্তি দেওয়া হবে না ছবিটি। ছবিটির নির্মাতা, পরিবেশক ও প্রযোজকরা বেঁকে বসেছেন। কেননা অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্য ছবি মুক্তি দেওয়া হয়ে থাকে সেখানে। কিন্তু সেটি যদি না হয় তাহলে আর লাভ কি?

এ প্রসঙ্গে ‘টিউবলাইট’-এর পরিচালক, প্রযোজক ও পরিবেশকরা জানান, এ বছর ঈদ-উল-ফিতরে পাকিস্তানে ‘ইয়ালঘর’ ও ‘সোর সারাবা’ নামে দু’টি ছবি মুক্তি পাবে। ফলে ওই ছবি দু’টির প্রতি বেশি আকৃষ্ট থাকবে পাকিস্তানি দর্শকরা।

যার ফলে সালমানের অভিনীত ‘টিউবলাইট’ মুক্তি না দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।