ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ছবি থেকে বাদ দেওয়া হয়েছিলো আমাকে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, মে ২, ২০১৭
‘ছবি থেকে বাদ দেওয়া হয়েছিলো আমাকে’ প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: সংগৃহীত)

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। ‘বাজিরাও মাস্তানি’, ‘দোস্তানা’, ‘আনজানা আনজানি’, ‘ডন’ ও ‘কৃষ’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। এমনকি আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের সুবাদে মার্কিন মুলুকেও সুনাম অর্জন করেছেন তিনি। কথা হচ্ছে- বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে।

খুব শিগগির মুক্তি পাবে প্রিয়াঙ্কা অভিনীত ‘বেওয়াচ’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ‘দ্য রক’খ্যাত তারকা ডোয়াইন জনসন।

এ ছবির মাধ্য দিয়ে হলিউডে পা রাখতে যাচ্ছেন প্রাক্তন এই বিশ্ব সুন্দরী। তবে খুব সহজেই এসব সফলতা অর্জন করেননি তিনি। নানা চড়াই উতরাইয়ের মাধ্যমে আজকের অবস্থান তৈরি করেছেন তিনি। বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে অনেক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ‘প্রত্যেক তারকার আলাদা আলাদা গল্প থাকে। আমারও আছে। অভিনয় ক্যারিয়ারে আমিও অসংখ্য সমস্যার মুখোমুখি হয়েছি। কারো একজনের নির্দেশে ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিলো।   তখন আমি কেঁদেছিলাম।   তবে এ অবস্থা থেকে বেরিয়েও আসি। ’

এদিকে, সোমবার (১ মে) নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’এ অনুষ্ঠিত মেট গালা অনুষ্ঠানের হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মে ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।