ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এই রাখি, সেই রাখি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, মে ২, ২০১৭
এই রাখি, সেই রাখি রাখি গুলজার (ছবি: সংগৃহীত)

ছোট চুল, পরনে গোলাপি রঙা শাড়ি, এক হাতে লাল চুড়ি, অন্য হাতে সোনালি রঙা ঘড়ি। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ৫৪তম মহারাষ্ট্র রাজ্য মারাঠি চিত্রপট মহাৎসব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমনই সাজে দেখা গেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাখি গুলজারকে।

অনুষ্ঠানে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফকে বিশেষ সম্মাননা দেওয়া। যেখানে বর্ষীয়ান এই অভিনেতার হাতে পুরস্কারটি তুলে দিয়েছেন রাখি।

এসময় ৬৯ বছর বয়সী এই অভিনেত্রীকে সম্মান জানিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করেন জ্যাকি।  

অনুষ্ঠানে আরও দেখা গেছে বলিউড অভিনেত্রী সায়রা বানুকে। যিনি রাজ কাপুর লাইফস্টাইল এচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

১৯৬৭ সালে ২০ বছর বয়সে বাংলা ছবি ‘বধুবরণ’-এর মধ্য দিয়ে রূপালি পর্দায় পা রাখেন রাখি। এরপর ১৯৭০ সালে ‘জীবন মৃত্যু’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।