ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাক-কান ফোঁড়ালেন আমির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মে ২, ২০১৭
নাক-কান ফোঁড়ালেন আমির খান আমির খানের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের তোলা সেলফি

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’-এ অভিনয়ের জন্য নিজের শারিরীক গঠন পাল্টে ভক্তদের চমকে দিয়েছিলেন আমির খান। এবার নিজের পরবর্তী ছবি ‘থাগস অব হিন্দুস্তানন’-এর জন্য নাক-কান ফুটিয়ে আরও একবার ভক্তদের চমকে দিয়েছেন বলিউডের এই সুপারস্টার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি সেলফি শেয়ার করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। যেখানে দেখা যাচ্ছে, ৫২ বছর বয়সী আমিরের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি।

তবে চমকপ্রদ ব্যাপার হলো, এতে মিস্টার পারফেকশনিস্টের নাক-কান ফোঁড়ানো অবস্থায় দেখা গেছে। এখানেই শেষ নয়, ‘পিকে’খ্যাত এই তারকা নাকে নাকফুল ও কানে দুলও পড়েছেন।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’-এ আমিরের সঙ্গে আরও দেখা যাবে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে। এর মাধ্যম প্রথমবার একসঙ্গে জুটিবদ্ধ হবেন তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।