ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করছেন উদয়-নার্গিস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, মে ৩, ২০১৭
বিয়ে করছেন উদয়-নার্গিস! উদয় চোপড়া ও নার্গিস ফাখরি (ছবি: সংগৃহীত)

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিলো বলিউড অভিনেতা উদয় চোপড়া ও অভিনেত্রী নার্গিস ফাখরির প্রেমের সম্পর্কের পাট চুকে যাওয়ার। আর এরই মধ্যে নিউ ইয়র্কে ঘুরতে দেখা গেছে এই জুটিকে। তাই অনেকে মনে করছেন আবার হয়তো কাছাকাছি আসতে শুরু করেছেন তারা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, নিউ ইয়র্কের একটি বিলাসবহুল রিসোর্টে একসঙ্গে সময় কাটিয়েছেন উদয়-নার্গিস। এরপর থেকে গুঞ্জন উঠেছে খুব শিগগিরই না-কি বিয়ে করছেন তারা।

তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ।

এমন গুঞ্জনে কিছুটা নারাজ হয়ে নার্গিস তার টুইটারে লিখেছেন, ‘বাহ! এখন এই গুজব শুরু করেছেন আপনারা? আমার মনে হচ্ছে, আপনারা আমার বিয়ে দেখার জন্য মরেই যাচ্ছেন। ’

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।