ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিয়াঙ্কার স্বপ্নের পুরুষ রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, মে ৩, ২০১৭
প্রিয়াঙ্কার স্বপ্নের পুরুষ রণবীর প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর সিং (ছবি: সংগৃহীত)

‘দ্য হিরো: লাভ স্টোরি অব অ্যা স্পাই’ ছবির মাধ্যমে ২০০৩ সালে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। ১৪ বছরের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। কিন্তু এতো অভিনেতাদের মধ্যে কখনও নিজের স্বপ্নের পুরুষকে খুঁজে পেয়েছেন কি-না সম্প্রতি এক সাক্ষাৎকারে তার উত্তর জানালেন পিসি।

ক্যারিয়ারের শুরু থেকেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে খুব একটা পছন্দ করেন না প্রিয়াঙ্কা। তবে ওই সাক্ষাৎকারে নিজের স্বপ্নের পুরুষের নাম জানালেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।

তবে চমকপ্রদ ব্যাপার হলো, বলিউডের এই অভিনেত্রী তার পুরুষ হিসেবে রণবীর সিংয়ের নাম নেন।

রণবীরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘দিল ধড়কানে দো’ ছবিতে ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া ‘বাজিরাও মাস্তানি’তে স্বামী-স্ত্রী এবং ‘গুণ্ডে’ ছবিতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।