ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সঞ্জয়ের জন্য কেঁদেছিলেন দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মে ৩, ২০১৭
সঞ্জয়ের জন্য কেঁদেছিলেন দীপিকা সঞ্জয়লীলা বানশালি ও দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

সঞ্জয়লীলা বানশালির পরিচালিত ‘রামলীলা’ ও ‘বাজিরাও মাস্তানি’ দু’টি ছবিতে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এই নির্মাতার জন্যই না-কি চোখের পানি ঝড়াতে হয়েছিলো বলিউডের এই অভিনেত্রীকে। সম্প্রতি এমনটাই জানালেন ‘রামলীলা’ ছবির সহ-চিত্রনাট্যকার গরিমা ওয়াহাল।

পুরানো সেই ঘটনার স্মৃতিচারণ করে গরিমা জানান, ‘২০১৩ সালে আমি ও সিদ্ধার্থ সিং ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলাম। কিন্তু সঞ্জয় স্যারের কথায় সেটিতে কিছু পরিবর্তন আনতে হয়।

কেননা শেষ মুহূর্তে টুকটাক পরিবর্তন করতে পছন্দ করেন তিনি। এদিকে, সংলাপ মুখস্ত করার বিষয়ে অত্যন্ত সিরিয়াস থাকেন দীপিকা। এমনকি শটে আসার আগে প্রতিটি লাইন, প্রতিটি যতি-চিহ্ন মুখস্ত করে আসেন ‘হ্যাপি নিউ ইয়ার’খ্যাত এই তারকা। আর সেখানেই হয়েছিলো সমস্যা। ’

গরিমা আরও জানিয়েছেন, ‘সেদিন ছিলো দীপিকার দৃশ্যধারণের প্রথম দিন। ভালোভাবে সব পড়ে-টড়ে এসেছেন নায়িকা। কিন্তু শট দিতে এসে দেখেন যে লাইন বদলে গিয়েছে। এতেই প্রচণ্ড মনমরা হয়ে পড়েন তিনি, কেঁদেও ফেলেন। আসলে শুধু সংলাপ মুখস্থ করা তো নয়, সংলাপটি কীভাবে বলবেন সেটিও একজন ভালো অভিনেতা অভ্যাস করে আসেন। লাইন বদলে গেলে সংলাপের ডেলিভারিও বদলে যায়, অভিনয়েও বেশ খানিকটা রদবদল ঘটে যায়। হঠাৎ করে এই পরিস্থিতির মুখোমুখি হয়ে তাই ঠিক নিজেকে সামলাতে পারেননি দীপিকা। সেদিন প্রায় সারাটা দিন আমাকে এবং সিদ্ধার্থকে ব্যয় করতে হয়েছিলো পরিবর্তিত সংলাপে তাকে সহজ করে তুলতে। ’

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।