ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নারী ভক্তদের অঙ্গে ‘বাহুবলী টু’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মে ৩, ২০১৭
নারী ভক্তদের অঙ্গে ‘বাহুবলী টু’! ছবি: সংগৃহীত

‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ছবিকে ঘিরেই এমন পাগলামি মানায়। এরই মধ্যে ছবিটির অসংখ্য ‘পাগল ভক্ত’ তৈরি হয়েছে। নারী ভক্তরা এবার অঙ্গে জড়ালেন প্রিয় ছবি ‘বাহুবলী টু’।

সম্প্রতি আন্ধ্রা প্রদেশের ইলুরুতে এমনই এক ঘটনা ঘটেছে। যেখানে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ছবির একটি দৃশ্যকে ডিজাইন হিসেবে ব্যবহার করে ৫০টি শাড়ি তৈরি করেছেন কয়েকজন বন্ধু।

এখানেই শেষ নয়, তারা সেই শাড়ি পরে ছবি মুক্তির প্রথম দিন প্রেক্ষাগৃহেও গিয়েছেন।

চমকপ্রদ তথ্য হলো, ওই শাড়ির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করার পর রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। এছাড়া আরও ৫০০ শাড়ির অর্ডার না-কি দেওয়া হয়েছে।

এদিকে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বাহুবলী শাড়ি পড়া ওই বন্ধুদের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাহুবলী টু’ ম্যানিয়া।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।