ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

‘বাহুবলী টু’র সাফল্যে ঈর্ষান্বিত তিন খান?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, মে ৮, ২০১৭
‘বাহুবলী টু’র সাফল্যে ঈর্ষান্বিত তিন খান? শাহরুখ খান, সালমান খান ও আমির খান (ছবি: সংগৃহীত)

দেশ-বিদেশের দর্শকদের মন জয় করেছে ‘বাহুবলী টু’ ছবিটি। চারদিকে প্রশংসাস্তুতি। বলিউডের বাঘা বাঘা অভিনেতা বিশেষ করে তিন খানের গড়া রেকর্ডও ভেঙে দিচ্ছে প্রভাসের ‘বাহুবলী’। এ অবস্থায় নিরব দর্শকের ভূমিকায় রয়েছেন শাহরুখ খান, সালমান খান ও আমির খান। ছবিটি নিয়ে তাদের ভালো-মন্দ মন্তব্য পাওয়া গেলো না। তবে কি তারা ঈর্ষান্বিত?

‘বাহুবলী টু’-এর আকাশচুম্বি সাফল্য কি খানদের অহংবোধে আঘাত হানলো?  তাদের মৌনব্রত সেই কথাই জানান দিচ্ছে বলে মনে করছেন সমালোচকেরা।  

এতোদিন ভারতে সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ছিলো আমির খানের ‘পিকে’।

৭৯২ কোটি টাকার ব্যবসা করেছিলো। সেই রেকর্ডসহ অন্য রেকর্ডও ভাঙতে ভাঙতে এগোচ্ছে ‘বাহুবলী টু’। মুক্তি পাওয়ার মাত্র ১০ দিনের মধ্যে এর ব্যবসা ছাড়িয়েছে এক হাজার কোটি টাকা। এর মধ্যে শুধু ভারতেই ব্যবসা করেছে ৮০০ কোটি টাকারও বেশি।

হিন্দিতে সিনেমাটির পরিবেশক ধর্ম প্রডাকশনের কর্ণধার করণ জোহর টুইট করে এই কথা জানিয়েছেন। তারই ঘনিষ্ঠজন বলে পরিচিত শাহরুখ খান এখনও পর্যন্ত ছবিটি নিয়ে একটি শব্দও করেননি। ‘বাহুবলী টু’ নিয়ে সংবাদপত্রে পাওয়া যায়নি ‘কিং খান’-এর কোনও মন্তব্য।  

শুধু শাহরুখ নন, সালমান, আমিরও চুপ। শাহরুখ, আমির ও সালমানের এই অবস্থানের প্রেক্ষিতে নিন্দুকরা মনে করছেন, ‘বাহুবলী টু’-এর সাফল্য খানদের আঁতে আঘাত করেছে। তবে তাদের এটাও মনে রাখতে হবে যে, মৌনব্রত ভেঙে শাহরুখ-সালমান-আমির অচিরেই ছবিটি নিয়ে কথা বলবেন না, এমনও নয়।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।