ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

ফের ভোট গণনা, মঙ্গলবার ফল প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ৮, ২০১৭
ফের ভোট গণনা, মঙ্গলবার ফল প্রকাশ জয়ের পর মিশা-জায়েদ প্যানেলের প্রার্থীদের উচ্ছ্বাস (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল পুনরায় প্রকাশ করা হবে। এখন চলছে ভোট গণনার কাজ। পরাজিত সভাপতি প্রার্থী ওমর সানীর আপত্তিপত্রের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (৭ মে) ওমর সানী নির্বাচন কমিশন বরাবর ভোট বাতিল চেয়ে আবেদন করেন। সেই আবেদন আমলে নিয়ে নির্বাচন কমিশন ও আপিল বোর্ড পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নেয়।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর জানান, সোমবার (৮ মে) দুপুর ১২টা থেকে নির্বাচন কমিশন ও আপিল বোর্ডের সদস্যদের উপস্থিতিতে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গণনা শুরু হয়, শেষ হতে রাত হবে। এরপর ফল পুনরায় প্রকাশ করা হবে মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায়।  

এ ব্যাপারে আকবর বললেন, ‘নিয়ম অনুযায়ী আবেদন করার পরিপ্রেক্ষিতে ভোট আবারও গণনা করা হচ্ছে। ওমর সানীর উপস্থিতিতেই ফল প্রকাশ করা হবে। ’

৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ঘোষিত ফলাফলে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচিত হয়েছেন। অন্যতম হেভিওয়েট প্রার্থী ওমর সানীর পরাজয় মেনে নিতে পারেননি অনেক সমর্থক। নিজের প্যানেলের প্রতিনিধি হিসেবে ফল বাতিলের আবেদন করেছিলেন এক সময়ের জনপ্রিয় এই নায়ক।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।