ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

এই সেই ক্ষুদে ‘বাহুবলী’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, মে ৯, ২০১৭
এই সেই ক্ষুদে ‘বাহুবলী’! ছবি: সংগৃহীত

মুক্তির পর কেটে গেছে অনেক দিন। ইতিমধ্যে হাজার কোটি রুপি আয় করে ফেলেছে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। এমনকি, প্রভাস থেকে শুরু করে রানা দাগ্গুবাতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, সত্যরাজ সবাই অর্জন করেছেন সুনাম। কিন্তু একজনের পরিচয় এতোদিন আধারেই রয়ে গিয়েছিলো।

চেহারায় ছোট হলেও ‘বাহুবলী’র দুই পর্বেই তার ভূমিকা ছিলো অপরিহার্য। তাকে ছাড়া ছবি অসম্পূর্ণই থেকে যেতো।

যাকে তুলে ধরেই সকলের সামনে মাহিষমতীর রাজা ঘোষণা করেছিলেন রাজমাতা শিবগামী। মনে পড়ছে সেই ছোট্ট শিশুটিকে? ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর প্রথম দৃশ্যও তাকে দিয়েই শুরু হয়েছিলো। জানেন কে সেই শিশু? মাহিষমতী সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসেবে যাকে তুলে ধরা হয়েছিল। সেই শিশু মহেন্দ্র বাহুবলীর আসল নাম অক্ষিতা ভালস্লান। আসলে শিশুপুত্র নয়, কন্যাসন্তান সে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মাত্র ১৮ দিনের ছিলো অক্ষিতা। যখন সে মহেন্দ্র বাহুবলীর চরিত্রে দৃশ্যধারণ করেছিলো। পাঁচ দিন ধরে চলেছিলো সেই দৃশ্যধারণ। সেটের সবার আদরের পাত্রী হয়ে উঠেছিলো সহজেই। বিশেষ করে বাহুবলী প্রভাসের।

এদিকে, একটি শিশুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন প্রভাস। তাকেই অক্ষিতা বলে দাবি করা হচ্ছে। অনেকে আবার শিশুটিকে প্রভাসের কোনও ফ্যান বলেও মনে করছে।

তবে প্রভাসের একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘বাহুবলী’র কেরল এলাকার এক প্রোডাকশন ডিজাইনারের মেয়ে অক্ষিতা। প্রথম দেখাতেই যাকে ছোট্ট বাহুবলীর চরিত্রে পছন্দ হয়ে গিয়েছিলো পারিচালক রাজামৌলির।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মে ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।