ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

সোনমের বাগদান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, মে ৯, ২০১৭
সোনমের বাগদান! সোনম কাপুর (ছবি: সংগৃহীত)

ক’দিন আগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ‘নির্জা’ ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেছেন তিনি।

গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরই না-কি প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বাগদান সারবেন ‘খুবসুরত’খ্যাত এই তারকা। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ।

   

গত বছর অক্ষয় কুমারের ‘রুস্তম’ ছবির সাফল্য পার্টিতে দেখা হয়েছিলো সোনম কাপুর ও আনন্দ আহুজার। এরপর থেকেই মন দেওয়া-নেওয়া শুরু হয় তাদের। এমনকি বহু জায়গায় একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে এই জুটিকে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মে ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।