ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

মোদীর হাসির কারণ কি?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, মে ৯, ২০১৭
মোদীর হাসির কারণ কি? অক্ষয় কুমার ও নরেন্দ্র মোদী (ছবি: সংগৃহীত)

‘টয়লেট এক প্রেম কথা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এতে তার সহশিল্পী ভূমি পেড়নেকর। খুব শিগগিরই শুরু হবে এর প্রচার কাজ। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন অক্ষয়। মোদীর স্বচ্ছ ভারত ক্যাম্পেইনে অনুপ্রাণিত হয়ে কিভাবে ছবিটি তৈরি হয়েছে প্রধানমন্ত্রীকে তা বর্ণনাও করেছেন ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতা।

চমকপ্রদ তথ্য হলো, ছবির নাম শুনেই হেসে কুটিকুটি হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা দেখে বেশ আনন্দিত হয়েছেন অক্ষয় কুমার।

নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার মুহূর্তের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আমার ছবি ‘টয়লেট এক প্রেম কথা’ নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। তার হাসি সত্যি অসাধারণ। ”

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ০৯, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।