ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

করণের সন্তানদের আঁকা ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ৯, ২০১৭
করণের সন্তানদের আঁকা ছবি ভাইরাল ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুতে সারোগেসি (গর্ভ ভাড়া করে) পদ্ধতিতে যমজ সন্তানের বাবা হয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা, প্রযোজক, উপস্থাপক করণ জোহর। কিন্তু এখনও পর্যন্ত সন্তানদের কোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেননি এই তারকা।

অন্তর্জাল দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে দু’টি আঁকা ছবি। এর একটিতে দেখা যাচ্ছে, যমজ সন্তান যশ ও রুহিকে কোলে নিয়ে বসে আছেন করণ।

অপরটিতে দেখা যাচ্ছে, সোফায় বসে খেলনা নিয়ে খেলছে যশ ও রুহি।

সম্প্রতি, লাইফস্টাইল ভিত্তিক একটি ম্যাগাজিনের জন্য এই ছবি দু’টি আঁকা হয়েছে। আর এই অসাধারণ উপায়ে সন্তানদের সকলের সামনে আনলেন করণ। ছবিটি এঁকেছেন শায়ান মুখার্জি নামে এক চিত্রশিল্পী।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।