ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন

‘পরাজিত’ প্রার্থী এখন ‘জয়ী’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মে ৯, ২০১৭
‘পরাজিত’ প্রার্থী এখন ‘জয়ী’! বিজয়ী প্রার্থীদের একাংশ (ফাইল ছবি)

বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচন ঘিরে রহস্য ঘনিভূত হচ্ছে। এবার আরেকটি ‘অসঙ্গতি’ ধরা পড়লো। পুনরায় ভোট গণনার পর একজন ‘পরাজিত’ প্রার্থীকে ‘জয়ী’ বলে ঘোষণা দিলো নির্বাচন কমিশন ও আপিল বোর্ড।

এমন ঘটনায় আরেক দফা প্রশ্নের সম্মুখে পড়লো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।  এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন চলচ্চিত্র অনেকের মানুষেরা।


 
মঙ্গলবার (৯ মে) শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল পুনঃপ্রকাশ করা হয়। এতে কার্যনির্বাহী পরিষদে বিজয়ীহওয়া সুশান্তর পরিবর্তে নতুন করে বিজয়ী ঘোষণা করা হয় নানা শাহকে। আগের প্রকাশিত ফলাফলে সুশান্তপেয়েছিলেন ৩৪২ ভোট। কিন্তু পুনরায় গণনার ফলে তার ভোট কমে গিয়ে দাঁড়ালো ২২৫ ভোটে। আর বর্তমানবিজয়ী নানা শাহর ভোটের সংখ্যা ২৫২টি। এদিকে নতুন গণনায় সভাপতি পদে নির্বাচন করা ওমর সানীরপক্ষেও ৯টি ভোট বাড়ে। একে ‘ক্যালকুলেটরের ভুল’ বলে জানায় নির্বাচন কমিশন।
 
নির্বাচনের এমন ভুল ও অসঙ্গতির কড়া সমালোচনা করছেন প্রার্থী, শিল্পী এবং চলচ্চিত্র কলাকুশলীরা।
 
এদিকে নির্বাচনের আপিল বোর্ডের পক্ষ থেকে এমন ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়েছে। চেয়ারম্যান নাসির উদ্দিনদিলু বলেন, ‘গণনায় ভুল ছিলো। এ জন্য আমরা দুঃখিত’।

৫ মে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদখান। পরাজিত সভাপতি প্রার্থী ওমর সানীর আবেদনের প্রেক্ষিতে পুনরায় ভোট গণনা করা হয়।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।