ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

সেলফির বদলে চড়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
সেলফির বদলে চড় ক্যাটরিনা কাইফ (ছবি: সংগৃহীত)

একটা সময় ছিলো যখন প্রিয় তারকার অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় জমাতেন ভক্তরা। আর এখন ফোন নিয়ে ছুটোছুটি করেন পছন্দের মানুষটির সঙ্গে একটি সেলফি তোলার জন্য। এর ফলে, কখনও তারা পান পুরস্কার, আবার কখনও মেলে তিরস্কার।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের এক ভক্তের সঙ্গে। সেলফির পরিবর্তে থাপ্পড় জুটল তার কপালে।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ত্বক বিশেষজ্ঞের কাছ থেকে নিজের বাড়িতে ফিরছিলেন ক্যাটরিনা। এ সময় তাকে অনুসরণ করে তার বাসা পর্যন্ত যান এক ভক্ত। শুধু তাই নয়, বাড়ির গেটের সামনে গিয়ে ক্যাটের নাম ধরে চিৎকার করেন এবং তার সঙ্গে সেলফি তোলার আবদার করতে থাকেন। তাকে চলে যেতে বলা হলেও ভক্ত তা শুনতে নারাজ। পরবর্তীতে ক্যাটরিনার গাড়ি চালক এসে সেই ভক্তকে থাপ্পড় দিয়ে সরিয়ে দেন।

কবির খান পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা কাইফ। এতে তার সহশিল্পী সালমান খান। এছাড়া অনুরাগ বসু পরিচালিত ‘জাগ্গা জাসুস’-এর প্রচারণা করছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর।    

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মে ১০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।