ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

ভাঙা সম্পর্ক জোড়া লাগছে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, মে ১০, ২০১৭
ভাঙা সম্পর্ক জোড়া লাগছে! সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে (ছবি: সংগৃহীত)

কিছুদিন আগে দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনেছিলেন সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে। এজন্য অবশ্য অঙ্কিতার খারাপ ব্যবহারকেই দায়ী করা হয়েছিলো।

বিচ্ছেদ প্রসঙ্গে সুশান্ত তার টুইটারে লিখেছিলেন, ‘সে (অঙ্কিতা) অ্যালকোহলে আসক্ত নয়, আমিও নারী আসক্ত নই। মানুষের মধ্যে ছাড়াছাড়ি হয় এবং এটি খুবই দুঃখজনক।

এরপর বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে সুশান্তের প্রেমের গুঞ্জন ছড়ায়। দু’জনে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘রাবতা’ ছবিতে কাজ করছেন। তবে চমকপ্রদ ব্যাপার হলো, আবার কাছাকাছি আসতে শুরু করেছেন সুশান্ত-অঙ্কিতা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের লোখান্ডওয়ালার একটি রেস্তোরাঁয় একসঙ্গে কফি পান করতে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে। যেখানে বসে তারা কিছুক্ষণ একসঙ্গে গল্পও করেছেন।

২০০৯ সালে টেলিভিশন সিরিয়াল ‘পবিত্র রিসতা’তে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন সুশান্ত-অঙ্কিতা।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মে ১০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।