ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

সেরা অভিনেত্রী-পরিচালক কঙ্কনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
সেরা অভিনেত্রী-পরিচালক কঙ্কনা কঙ্কনা সেন শর্মা (ছবি: সংগৃহীত)

গত বছর ‘অ্যা ডেথ ইন দ্য গুঞ্জ’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। এবার সেই ছবির জন্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার গ্রহণ করেছেন তিনি।

এখানেই শেষ নয়, একই অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন বলিউডের এই অভিনেত্রী। অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’র জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে তাকে।

তবে চমকপ্রদ ব্যাপার হলো, ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ ছবিটির মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড।

কঙ্কনার পরিচালিত ‘অ্যা ডেথ ইন দ্য গুঞ্জ’-এ অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা ওম পুরি, কালকি কোয়েচলিন, বিক্রান্ত ম্যাসে, জিম সারভ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।