ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

কন্যার বাবা হলেন আদনান সামি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
কন্যার বাবা হলেন আদনান সামি আদনান সামি (ছবি: সংগৃহীত)

কন্যার বাবা হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি। বুধবার (১০ মে) প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন আদনান সামি ও রোয়া সামি দম্পতি। নবজাতকের নাম রাখা হয়েছে মদিনা সামি খান।

মেয়ের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে আদনান সামি গণমাধ্যমকে বলেন, ‘মদিনা হচ্ছে আমাদের দু’জনের কাছে অবিশ্বাস্য একটি জিনিস। আমি ও রোয়া সবসময় কন্যা চেয়েছি।

আর ইতিমধ্যে ও (মদিনা) আমার লাকি চার্ম হয়ে এসেছে। কেননা আমি আমার সংগীতের নতুন অনুপ্রেরণা খুঁজে পেয়েছি। ’

আদনান সামি ও রোয়া সামিযোগ করে জনপ্রিয় এই সংগীতশিল্পী আরও বলেন, ‘মা ও সন্তান দু’জনই সুস্থ রয়েছে। ’
 
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মে ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।