ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

পাঁচ কণ্ঠশিল্পীর সঙ্গে টাইগার মিলন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মে ৩১, ২০১৭
পাঁচ কণ্ঠশিল্পীর সঙ্গে টাইগার মিলন ছবি: সংগৃহীত

মাহমুদ জুয়েল, শফিক তুহিন, জয় শাহরিয়ার, কিশোর এবং জে কে— সংগীতশিল্পী হিসেবেই তাদের পরিচিতি। অন্য একটি বিষয়ে তাদের ঐকমত্য-উন্মাদনা রয়েছে। তা হলো ক্রিকেটপ্রীতি। বাংলাদেশ দলের টাইগারদের উৎসাহ দিতে এই শিল্পীরা একটি মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন। আর এতে যোগ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ ভক্ত, পরিচিত মুখ টাইগার মিলন।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। এ উপলক্ষে পাঁচ শিল্পীর গাওয়া ‘বাংলার টাইগার’ শিরোনামের বিশেষ গানটির ভিডিওটি বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে প্রকাশ করা হচ্ছে ।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মাহমুদ জুয়েল। সংগীতায়োজন করেছেন জে কে। কন্টেল এর প্রযোজনায় গানটির ভিডিও তৈরি করেছেন চন্দন রয় চৌধুরী।

শিল্পীরা জানান, নিজেদের উদ্যোগে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা তৈরি করেছেন গান ও ভিডিও। গানটির ভিডিওতে পাঁচ শিল্পীর পাশাপাশি মডেল হয়েছেন ক্রিকেট গ্যালারির পরিচিত মুখ টাইগার মিলন।

এ প্রসঙ্গে মাহমুদ জুয়েল বললেন, ‘আমরা এই গানটিতে যারা কণ্ঠ দিয়েছি তারা প্রায় প্রত্যেকেই দেশে ও দেশের বাইরে বাংলাদেশের খেলা দেখতে মাঠে ছুটে যাই। চেষ্টা করি আমাদের প্লেয়ারদের উৎসাহ দিতে। এই গানটিও তারই বহিঃপ্রকাশ। আশা করছি আমাদের টাইগাররা এবারের চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট মাত করে আসবে। ’

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।