ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

অল্পের জন্য রক্ষা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মে ৩১, ২০১৭
অল্পের জন্য রক্ষা  ছবি: সংগৃহীত

আরও একবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। মুম্বাইয়ের ফিল্ম স্টুডিওতে পরিচালক আনন্দ এল রাইয়ের ছবির শুটিং করছেন কিং খান। দুর্ভাগ্যবশত দৃশ্যধারণ চলাকালীন ভেঙে পড়ে ছাদ। এ সময় সেটেই উপস্থিত ছিলেন বলিউড বাদশা। ঘটনায় দু’জন আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।

জানা গেছে, শুটিং চলাকালীন হঠাৎই ছাদের এক অংশ ভেঙে পড়ে। তবে সৌভাগ্যবশত যে অংশটি ভেঙে পড়েছিলো শাহরুখ সে সময় তার উল্টোদিকে বসেছিলেন।

ফলে অল্পের জন্যই বেঁচে যান বাদশা।  

শুটিং ইউনিটের এক সদস্য বললেন, ‘হঠাৎ করেই নতুন করে তৈরি ছাদের একটি অংশ ভেঙে পড়ে। আহত হন ইউনিটের দু’জন সদস্য। তবে তাদের প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়। চোট তেমন গুরুতর ছিলো না। শাহরুখ ওই সময় উল্টো দিকে থাকায় চোট পাননি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আপাতত দু’দিনের জন্য শুটিং বন্ধ রাখা হয়েছে। সপ্তাহের শেষ দিকে আবার কাজ শুরু হবে। ’

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ৩১, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।