ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

রমজান নিয়ে যা বললেন ভিন ডিজেল (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মে ৩১, ২০১৭
রমজান নিয়ে যা বললেন ভিন ডিজেল (ভিডিও) ভিন ডিজেল (ছবি: সংগৃহীত)

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন আমেরিকান হিপহপ শিল্পী ফ্রেন্স মোনটানা। যেখানে দেখা যাচ্ছে, রজমান মাস নিয়ে মন্তব্য করেছেন হলিউড অভিনেতা ভিন ডিজেল।

বুধবার (৩১ মে) এ প্রসঙ্গে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’খ্যাত এই তারকা জানান, ‘এখন রমজান মাস চলছে। তাই দিনটি সকলের কাছে বিশেষ।

এ ছাড়া আমার ভাই (ফ্রেন্স মোনটানা) রোজা রেখেছেন। তাই তাকে নিয়ে আমি গর্বিত। রমজান এমন একটি মাস যা সম্ভবত সকলের জীবনকে সুন্দর করে দিতে পারে। ’

এদিকে মুসলিমদের রোজা নিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বী অভিনেতা ভিন ডিজেলের ইতিবাচক মন্তব্যে আলোচনা তৈরি হয়েছে। এতে তার উদার ও অসাম্প্রদায়িক হৃদয়ের পরিচয় পাওয়া গেলো।

* রমজান নিয়ে যা বললেন ভিন ডিজেল (ভিডিও)

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ৩১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।