ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

হাসপাতালে ভর্তি কপিল শর্মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুন ১, ২০১৭
হাসপাতালে ভর্তি কপিল শর্মা কপিল শর্মা (ছবি: সংগৃহীত)

হাসপাতালে ভর্তি জনপ্রিয় কমেডিয়ান তারকা কপিল শর্মা। রক্তচাপজনিত সমস্যার কারণে বুধবার (৩১ মে) ভর্তি করা হয়েছে তাকে।

এ প্রসঙ্গে কপিলের একটি ঘনিষ্ঠসূত্র জানান, বুধবার মুম্বাইতে বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’-এর শুটিং করছিলেন তিনি। পরেশের পরবর্তী ছবি ‘ওয়েলকাম টু লন্ডন’-এর প্রচারণা চলছিলো সেই সময়।

দৃশ্যধারণ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কপিল। পরে তাকে আন্ধেরির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রক্তচাপ স্বাভাবিক না থাকায় চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

বিষয়টি নিশ্চিত করে কপিলের সহকর্মী কিকু সারদা জানান, হঠাৎ শরীর খারাপ হওয়ায় কপিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার রক্তচাপ স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কমে গিয়েছিলো। তবে চিন্তার কোনও কারণ নেই। তার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুন ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।