ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সিদ্ধার্থ-জ্যাকলিনের ঘনিষ্ঠতায় নাখোশ আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ১, ২০১৭
সিদ্ধার্থ-জ্যাকলিনের ঘনিষ্ঠতায় নাখোশ আলিয়া জ্যাকলিন ফার্নান্দেজ, সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী আলিয়া ভাটের প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে শোনা যাচ্ছে, সিদ্ধার্থর সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজের ঘনিষ্ঠতা নিয়ে নাখোশ আলিয়া। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলো এমনটাই প্রকাশ করেছে।

রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে পরিচালিত ‘রিলোডেড’ ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন সিদ্ধার্থ ও জ্যাকলিন। যার ফলে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে তাদের।

আর এ বিষয়টি মেনে নিতে পারছেন না আলিয়া। এ নিয়ে সিদ্ধার্থের ওপর নাকি নাখোশ তিনি।

এ প্রসঙ্গে আলিয়ার একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘রিলোডেড’ ছবির শুটিং শেষ হলেও পরস্পরের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সিদ্ধার্থ ও জ্যাকলিন। তারা প্রায়ই দেখা করছেন। আর এটিই পছন্দ করছেন না আলিয়া। এ নিয়ে সিদ্ধার্থ ও আলিয়ার মধ্যে নাকি বাকবিতণ্ডাও হয়েছে। একসঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন সিদ্ধার্থ-আলিয়া। কিন্তু সেটি বাতিল করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।